নেত্রকোণায় এখন রোপা আমন কাটার ধুম। জেলার বিভিন্ন এলাকায় কৃষকেরা মাঠে ব্যস্ত সময় পার করছেন। ফলন ভালো হওয়া এবং বাজারে ধানের অনুকূল দাম থাকায় কৃষকের মুখে এবার স্বস্তির হাসি।
জেলায় এ বছর ১ লাখ ৩৫ হাজার ৮৪০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। হাওরবেষ্টিত মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ির অধিকাংশ জমি পানিতে ডোবা থাকায় বাকি সাতটি উপজেলায় আমন চাষই মূল ভরসা। প্রাকৃতিক দুর্যোগ না থাকলেও ভাইরাস ও পো…