যুক্তরাষ্ট্র   বুধবার ১০ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

বাজারজুড়ে শীতের সবজি, তবু কমছে না দাম

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ১১:৫৩ AM

বাজারজুড়ে শীতের সবজি, তবু কমছে না দাম

শীতের সবজিতে ভরে গেছে রাজধানীর কাঁচাবাজার। তবে সরবরাহ বেড়েছে ঠিকই, কিন্তু দাম এখনো ক্রেতার নাগালে আসেনি। বেশির ভাগ সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। দেশি টমেটো বাজারে আসলেও কেজিপ্রতি ১৬০ টাকা, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।

শুক্রবার সকালে ধানমন্ডির রায়েরবাজার ও মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতাদের ভাষ্য, গত সপ্তাহের তুলনায় কিছু সবজির দাম সামান্য কমেছে। শীতের নতুন সবজি বাজারে আসায় দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। দেশি বড় টমেটো ১৮০ টাকা কেজি হলেও ছোট টমেটো মিলছে ১২০–১৪০ টাকায়।

বাজারে ফুলকপি প্রতিটি ৫০–৬০ টাকা, বাঁধাকপি ৪০–৫০ টাকা, বেগুন ৭০–৮০ টাকা, করলা ৮০–৯০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, মুলা ৫০ টাকা, লতি ৮০ টাকা, ধুন্দুল ৫০–৬০ টাকা এবং পটল ৬০ টাকা কেজি। পেঁপে কেজিপ্রতি ২০–৩০ টাকা, গাজর ৮০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, শিম ১০০–১২০ টাকা, শালগম ৭০–৮০ টাকা এবং শসা ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ১৬০–১৮০ টাকা। শাকের বাজার তুলনামূলক সস্তা। লালশাকের আঁটি ১০ টাকা, পুঁইশাক ২০–৩০ টাকা, মুলাশাক ১০ টাকা, ডাঁটাশাক ১০ টাকা, কলমিশাক ১০ টাকা ও পালংশাক ১০ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া লাউ প্রতিটি ৫০–৬০ টাকা, লেবু ডজনপ্রতি ৬০ টাকা, আলু কেজিপ্রতি ২০–২৫ টাকা এবং ধনেপাতা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা আনিসুল হক বলেন, ‘দাম কিছুটা কমেছে ঠিকই, তবে বেশির ভাগ সবজিই এখনও ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। শীতের সবজি বেশি আসলে দাম আরও কমবে আশা করি।’ রাজধানীর বিভিন্ন বাজারে পেঁয়াজ কেজিপ্রতি ১১০–১২০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারিতে দাম ৯০–১০০ টাকা, তবে বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম কমছে না বলেই খুচরা দামে তেমন পরিবর্তন আসছে না। মোহাম্মদপুরের ক্রেতা আনোয়ার হোসেন বলেন, ‘সব ধরনের শীতকালীন সবজি আছে। কিন্তু দামটা এখনো সাধারণ মানুষের জন্য কঠিন। আরও কমলে ভালো হয়।’

 

আরএস

কাঁচাবাজার

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!