আর কিছুক্ষণ নাইবা রইলে পাশে,
যেমন করে শীতের রাতে আগুনের চারপাশ জুড়ে থাকে সবাই।
আর কিছুক্ষণ তোমার মাথা নুইয়ে দিলে নাহয় আমার কাঁধে,
যেমন করে পাশাপাশি বসে সময় কাটায় প্রেমিক যুগল।
আর কিছুক্ষণ হাতটি শক্ত করে ধরে থাকলে নাহয়,
সমুদ্রের ঢেউয়ে ফসকে যাওয়ার ভয় নেই তাতে।
সমুদ্রের ঢেউ বড় নির্মম হয়ে উঠে,
তার গহীনে টেনে নিয়ে যায় আচমকা হঠাৎ এ।
যেমন করে আমাকে টানো তুমি,
তোমার কথা, সুর, ঘ্রাণ আজও আমাকে টানে তোমার পানে।
আর কিছুক্ষণ রয়ে যাও পাশে,
যেমন করে পাশাপাশি থাকে জোড়া শালিক।
আর কিছুক্ষণ জড়িয়ে নিলে নিজেকে নাহয়,
সব শূন্যতাকে ছুটে দিয়ে হৃদয়ের প্রতিধ্বনিরা মিছিল করুক আজ রাজপথে।
তোমারে আর পাওয়া হলো না আমার,
পেলাম একরাশ শূন্যতা, আর অজস্র স্মৃতি।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!