শেখ হাসিনার রায় লাইভ দেখাবে ডাকসু, সোমবার সম্প্রচার
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
আজ রোববার ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানান, আগামী সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে বড় পর্দায় রায় ঘোষণার কার্যক্রম দেখানো হবে। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐতিহাসিক এই রায় প্রত্যক্ষভাবে দেখার সুযোগ পাবেন। টিএসসিতে বড় পর্দার ব্যবস্থা করা হবে।
চব্বিশের জুলাইয়ের গণহত্যার দায়ে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের এই মামলার রায় সোমবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন এই মামলার তিন আসামি।
ট্রাইব্যুনাল–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, দেশের মানুষ ছাড়াও বিশ্বের বহু দেশ এ রায় ঘোষণার দিকে নজর রাখছে। তাই বিচারকাজ সরাসরি সম্প্রচার করা হবে। একই সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় রায় দেখানোর উদ্যোগ নিয়েছে। গত ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ মামলার রায় ঘোষণার জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের প্যানেলে আরও আছেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
শেখ হাসিনা ডাকসু
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!