মাত্র ১৩ বছর বয়সেই আইপিতে নজর কাড়েন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে ৩৫ বলে সেঞ্চুরি করে অল্প বয়সেই তারকা খ্যাতি পান তিনি। এবার ভারত ‘এ’ দলের হয়ে রেকর্ড গড়লেন তিনি।
দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সূর্যবংশী মাত্র ৩২ বলে তিন অঙ্কে পৌঁছান। প্রথম ১৭ বলে ফিফটি, পরবর্তী ১৫ বলে আরও ৫০ রান যোগ করে তৈরি করেন ঝোড়ো সেঞ্চুরি। তার ইনিংস ৪২ বলে ১৪৪ রানের, যেখানে রয়েছে ১৫ ছক্কা ও ১১ চার।
ভারতীয় ব্যাটারদের মধ্যে এটি টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। রোহিত শার্মা ও রিশাভ পান্তেরও ৩২ বলে সেঞ্চুরি আছে, আর দ্রুততম রেকর্ডটি ২৮ বলে একশ করার সঙ্গে উর্ভিল প্যাটেল ও আভিশেক শর্মার। সূর্যবংশীর ঝড়ের সাথে জিতেশ শর্মাও ৩২ বলে অপরাজিত ৮৩ রান করে দলের জয় নিশ্চিত করেছেন। সবমিলিয়ে ৪ উইকেটে ২৯৭ রান তোলে ভারত ‘এ’ দল।
আরএস
সূর্যবংশী
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!